তাজউদ্দীনকে লেখা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূর্লভ চিঠি

953


১৯৬৬ সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেল থেকে একটি চিঠি লিখেন। দূর্লভ চিঠিটি পাঠ করেছেন চঞ্চল চৌধুরী।l

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মহান এই নেতার লেখা চিঠিগুলি আমাদের জন্য একেকটি ইতিহাসের দলিল। এসব চিঠিতে যেমন আছে তাঁর কারাজীবনের গল্প, তেমনই রয়েছে রাজনৈতিক সংগ্রাম, বন্ধুত্ব,পরিবারের প্রতি দরদ এবং সব ছাপিয়ে দেশের ভালোর জন্য আকুতি। এই সুদূরদৃষ্টিসম্পন্ন নেতার ১২টি অমূল্য চিঠি দেশের খ্যাতনামা স্বরশিল্পীরা পাঠ করেছেন।

আমরা মনে করি, এই ১২টি চিঠি জাতির কাছে বঙ্গবন্ধুকে নতুনভাবে হাজির করবে। দেশ গড়ার সংগ্রামে নিয়োজিত সবাইকে দিয়ে যাবে উদ্দীপনা। ধারাবাহিক ভাবে ১২টি চিঠি ও স্বরশিল্পীদের পাঠ করা ভিডিও আমরা প্রকাশ করছি।