মহিউদ্দিন চৌধুরী শুধু চট্টগ্রামের নেতা নয়, তিনি দেশের কৃতি সন্তান: তোফায়েল আহমেদ (ভিডিও)

629


প্রয়াত রাজনীতিক এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মরণসভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, মহিউদ্দিন চৌধুরীরা যুগে যুগে আসে না। তার মতো নেতাকে জনগণ অবশ্যই স্মরণ রাখবে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর, ২০২০ ইং) বিকেলে নগরীর ওয়াসার মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‍মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ এই স্মরণসভার আয়োজন করে। ভার্চুয়ালি যুক্ত হয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের উন্নয়নে কাজ করে গেছেন। তিনি চট্টগ্রামের শুধু নয়, দেশের কৃতি সন্তান। তাকে অবশ্যই স্মরণ রাখবে জনগণ। কারণ তিনি মানুষের কাছে জনপ্রিয় নেতা ছিলেন। মহিউদ্দিন ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত সহচর।’

তোফায়েল বলে, মহিউদ্দিন চৌধুরী দক্ষতার সাথে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালনা করেছেন। তার প্রতিটি নির্বাচনে ক্যাম্পেইন করতে আমি চট্টগ্রাম গিয়েছি।
তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর নির্দেশে আমরা যুদ্ধ করেছিলাম। মহিউদ্দিন চৌধুরীও মুক্তিযুদ্ধ করেছেন। সমুদ্রের গভীরতা নিরুপণ করা যাবে। কিন্তু বাংলার মানুষের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা পরিমাপ করা যাবে না। তার স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডিজিটাল বাংলাদেশ করেছেন দেশকে।’