ঐতিহাসিক ৬ই ডিসেম্বরে শ্রীমতি ইন্দ্রারা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন

282

বাংলাদেশকে একটি স্বাধীন স্বার্বভোম রাষ্ট্র হিসেবে ভারতের স্বীকৃতি প্রদানের ঐতিহাসিক ৬ই ডিসেম্বরকে স্বরন রেখে চট্টগ্রামের বিজয়মেলা পরিষদ ভারতের প্র‍য়াত প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দ্রা গান্ধীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

রবিবার (৬ই ডিসেম্বর) মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কার্যালয়ে শ্রীমতি ইন্দ্রা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্প অর্পন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ বদিউল আলম,সৈয়দ মাহমুদুল হক,যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য-মোহাম্মদ আরিফুর রহমান,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা- জহির রায়হান অভী,মোহাম্মদ বেলাল

এসময় উপস্থিত নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আলোচনায় বলেন,
স্বাধীনতা যুদ্ধ চলাকালে বাঙালিরা যখন চূড়ান্ত পর্বে উপনিত হচ্ছে তখনি বিদেশী রাষ্ট্রের স্বীকৃতি অত্যন্ত অপরিহার্য ছিল। ভারতের প্রাধানমন্ত্রী শ্রীমতি ইন্দ্রারাগান্ধীর বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অকৃত্রিম বন্ধু হিসেবে বাঙ্গালীদের পাশে এসে দাড়ান। তিনি এক কোটি শরণার্থীকে ভারতে আশ্র‍য়দেন। বাংলাদেশের প্রতিষ্ঠা লগ্নে আন্তর্জাতিক স্বীকৃতি যখন প্রয়োজন ঠিক তখনি ভারত আমাদের কে স্বাধীন-স্বার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রধান করেন।
আজকের এই দিনে আন্তর্জাতিক দুনিয়ায় বাংলাদেশ আত্মপ্রকাশ করেন,ভারতের পর ভূটান একি দিনে বাংলাদেশ কে স্বীকৃতি দেন। দিনটি আমাদের জাতীয় ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চট্টগ্রামের বিজয়মেলা পরিষদ স্বশ্রদ্য ভাবে ভারতের প্র‍য়াত প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দ্রা গান্ধীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।