দেবাশীষ গুহ বুলবুলের মৃত্যুতে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের শোক প্রকাশ

386


চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দেবাশীষ গুহ বুলবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ।

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে,
দেবাশীষ গুহ বুলবুল ১৯৭১ সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য মহান মুক্তিযুদ্ধে পাক-হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। দেশ স্বাধীনের পরেও তিনি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সর্বদা রাজপথে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলন, বিএনপি-জামায়াত জোটবিরোধী আন্দোলনসহ দুঃসময়ে আওয়ামী পরিবারের একজন অগ্রসৈনিক ছিলেন। তাঁর মৃত্যুতে আওয়ামী পরিবারের যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হওয়ার নয়।

মো: ইউনুচ, মহাসচিব
মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ

এদিকে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের চেয়ারম্যান ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী পৃথক বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা দেবাশীষ গুহ বুলবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি দেবাশীষ গুহ বুলবুলের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতিও গভীর সমবেদনা জানান।