১৯৭১ সালে পাকিস্তানের পক্ষে অবস্থান গ্রহন করে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটি পূর্ব পাকিস্তানে(বাংলাদেশ) সামরিক হামলার জন্য পাঠিয়েছিল সপ্তম নৌবহরের অত্যাধুনিক জাহাজগুলো। আমেরিকার সবচেয়ে উন্নত ও শক্তিশালী জাহাজগুলোই সপ্তম নৌবহরেথাকে। অত্যাধুনিক সাজে সজ্জিত পাঠানো জাহাজগুলোকে নিয়ে এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘Task force 74’
একাত্তরের ডিসেম্বরে মুক্তিবাহিনী ও মিত্রবাহিনীর কাছে পাকিস্তানের পরাজয় নিশ্চিত জেনে মার্কিন প্রেসিডেন্ট নিক্সন পাকিস্তানের পক্ষে সরাসরি সামরিক শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেন। এ সময় ভিয়েতনাম যুদ্ধের কারণে সপ্তম নৌবহরের বেশিরভাগ জাহাজ ভিয়েতনামের কাছাকাছি থাকায় প্রেসিডেন্ট নিক্সন ৯ ডিসেম্বর সপ্তম নৌবহরকে বঙ্গোপসাগরের দিকে রওনা দিতেআদেশ দেন। কিন্তু রাশিয়া ও ভারতের হুশিয়ারি ও পাল্টা ব্যবস্থার কারণে নিক্সনের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়।
প্রেসিডেন্ট নিক্সনের নির্দেশের ভিত্তিতে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর সপ্তম নৌবহরের কয়েকটি জাহাজ নিয়ে ‘টাস্কফোর্স ৭৪’ গঠনকরা হয়। জাহাজগুলো সিঙ্গাপুরে একত্র হয়ে বঙ্গোপসাগর অভিমুখে যাত্রা শুরু করে।
সপ্তম নৌবহরে থাকা ‘Task force 74’ জাহাজগুলোর বর্ননা:
USS Enterprise: তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী নৌ জাহাজ। এটি চলতো পারমাণবিক শক্তিতে। জাহাজটিতে৭৫টি জঙ্গি বিমান ছিল।
USS Enterprise
F-4 Phantom II ফাইটার: ওই সময় ক্যারিয়ার জাহাজটিতে নিউক্লিয়ার বোমাও ছিল। এটি ছিল টাস্কফোর্স–৭৪এর প্রধানযুদ্ধজাহাজ।
F-4 Phantom II
USS Tripoli: এটি একটি উভয়চর অ্যাসল্ট শিপ। এতে ২০০০ মেরিন সৈন্য ও ২৫টি এ্যাসাল্ট হেলিকপ্টার ছিল।
USS Tripoli
USS King: গাইডেডে মিসাইলবাহী ডেস্ট্রয়ার
USS King
USS Decatur: গাইডেডে মিসাইলবাহী ডেস্ট্রয়ার।
USS Decatur
USS Parsons: গাইডেড মিসাইলবাহী ডেস্ট্রয়ার।
USS Parsons:
USS Bausell (DD-845): গান ডেস্ট্রয়ার।
USS Bausell (DD-845)
USS Orleck (DD-886): গান ডেস্ট্রয়ার।
USS Orleck (DD-886)
USS McKean (DD-784): গান ডেস্ট্রয়ার।
USS McKean (DD-784)
USS Anderson: গান ডেস্ট্রয়ার।
USS Anderson
USS Haleakala (AE-25): সামরিক রসদবাহী জাহাজ এবং একটি নিউক্লিয়ার–এ্যাটাক সাবমেরিন।
USS Haleakala (AE-25):
সপ্তম নৌ–বহরের ওয়েব এড্রেস http://www.c7f.navy.mil/index.htm
Task force 74 সম্পর্কে জানুন
https://en.m.wikipedia.org/wiki/Task_Force_74